× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ

স্পোর্টস ডেস্ক।

২৭ মার্চ ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তে অংশগ্রহণ করতে যাচ্ছেন লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে।

লিটন দাস ও রিশাদ হোসেন পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে নাহিদ রানা আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসএলের দশম আসর আগামী ১১ এপ্রিল শুরু হবে। চার দিন পর, ১৫ এপ্রিল, জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসবে দুটি টেস্ট ম্যাচ খেলতে। এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএল খেলতে যাবেন নাহিদ রানা। এর ফলে তিনি পুরো সময়ের জন্য এনওসি পাচ্ছেন, তবে প্রথম পাঁচটি ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলা এই পেসার। 

এদিকে, লিটন দাসকে জিম্বাবুয়ের সিরিজে বিশ্রাম দেওয়া হবে, তাই তাকে পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই। রিশাদ হোসেনও টেস্ট দলের ভাবনায় না থাকায়, তিনি পিএসএলের শুরু থেকে খেলতে পারবেন।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন, যাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। লিটন দাসও সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন এবং তাকে দেখা যাবে করাচি কিংসে। এছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা, যাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.