গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তিনি সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তামিমকে দুবার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও, স্বাভাবিক জীবনে ফিরতে আরও কিছু সময় লাগবে। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তামিম। তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। ২৫ মার্চ রাতে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, "দ্রুত সুস্থ হয়ে ওঠো" এবং সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেন।
এছাড়া, আরো বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার তামিমের জন্য সুস্থতা কামনা করেছেন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, "তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। তুমি আগেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করে ফিরে এসেছো, এবারো তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।"
পাকিস্তানের সিকান্দার রাজা লিখেছেন, "তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনে খুব দুঃখিত। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ তোমাকে সুস্থ করে তুলুক এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসি ফিরিয়ে দিক। দয়া করে সবাই তামিম ভাইয়ের জন্য দোয়া করুন। জাজাকাল্লাহ।"
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, "এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।"