চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আনন্দের জোয়ারে ভাসছে আর্জেন্টিনার ফুটবলাররা। তবে এমন এক জয়েও বাংলাদেশি ভক্তদের ভুলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন দলের তারকা এঞ্জো ফার্নান্দেজ। তিনি নিজের ফেসবুক পেজে একটি বার্তা দিয়ে বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান, এবং বলেন, "এই জয় আপনাদেরও।"
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা পেয়ে গিয়েছিল একটি বড় সুখবর—লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে তারা, অর্থাৎ মেসির দল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গিয়েছিল। সেই উচ্ছ্বাসের মধ্যে, আর্জেন্টিনা ব্রাজিলকে একের পর এক গোল করে ছেলেখেলায় পরিণত করেছিল।
তবে চোটের কারণে আর্জেন্টিনার বেশ কিছু তারকা খেলোয়াড়—লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজ—এই ম্যাচে খেলতে পারেননি। তাও, আর্জেন্টিনা ৬ বছর ধরে অপরাজিত থাকা ব্রাজিলকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।
এই ম্যাচের অন্যতম নায়ক ছিলেন চেলসির তারকা এঞ্জো ফার্নান্দেজ। তিনি ম্যাচের ১২ মিনিটে গোল করার পাশাপাশি ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের জন্য অ্যাসিস্ট করেন। ম্যাচ শেষে, ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়াকে উদ্দেশ্য করে এঞ্জো ফেসবুকে লিখেন, "পরেরবার বিনয়ী থেকো, রাফিনিয়া।"
এরপর, পেজ থেকে আরও কিছু পোস্ট দেয়া হয় যেখানে বাংলাদেশ নিয়ে একটি বিশেষ বার্তা ছিল। আর্জেন্টিনার জয় উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে এঞ্জো লিখেন, "এমন অবিশ্বাস্য সমর্থন এবং বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।"
প্রসঙ্গত, এঞ্জো ফার্নান্দেজের ভেরিফায়েড পেজ থেকে আগেও বাংলাদেশ নিয়ে পোস্ট করা হয়েছে। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের নিবেদনের খবর এখন বিশ্বজুড়ে প্রচলিত। মেসি-মার্টিনেজদের মতো আর্জেন্টিনার তারকারা এ সম্পর্কে অবগত আছেন, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এঞ্জো।