× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'আল্লাহ তা'আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি'

স্পোর্টস ডেস্ক।

২৫ মার্চ ২০২৫, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভয়ঙ্কর বিপদ কাটিয়ে কিছুটা সুস্থ বোধ করছেন তামিম ইকবাল। আর এই সুস্থতার পর তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তাঁর ভক্ত ও প্রিয়জনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। সোজাসাপ্টায় তিনি লিখেছেন, 'আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না'।

আজ (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় তামিম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সকলের কাছে দোয়া চেয়ে এই কথাগুলো লিখেছেন। তামিম লিখেন, 'দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।'

তিনি আরও লেখেন, 'হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যেকোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে—এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?'

তামিম বলেন, 'আল্লাহ তা'আলার অশেষ রহমত এবং সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য যে, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষ পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও অক্লান্ত প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।'

এসময় তিনি আরো লেখেন, 'কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে যদি আর কিছু করতে না পারি, তবে সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়—এটাই আমার অনুরোধ।'

শেষে তামিম তার সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে বলেন, 'আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.