অবশেষে
তামিম ইকবালের সুস্থতার খবর এসেছে, যা তাঁর ভক্ত
ও ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। গতকাল (২৪ মার্চ) সকালে
ডিপিএল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। দ্রুত
হাসপাতালে ভর্তি হয়ে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। হার্টে রিং পরানো পর, ডাক্তাররা জানিয়েছিলেন যে তামিম পুরোপুরি
ঝুঁকিমুক্ত নন এবং তাঁকে
নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
তবে
আজ (২৫ মার্চ) দুপুরে
সুখবর আসে। সাভারের কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান
সংবাদ সম্মেলনে বলেন, "তামিম ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছেন। তিনি সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন এবং সবার সঙ্গে কথা বলছেন। আমরা তাকে খুব শিগগিরই ছেড়ে দিতে পারব, তবে এই সিদ্ধান্তটি তাঁর
পরিবারের হাতে।"
তবে,
তামিমের মাঠে ফেরা আপাতত সম্ভব নয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন মাস তিনি পর্যবেক্ষণে থাকবেন। তামিমের হৃদপিণ্ডের অবস্থা ঠিক মতো যাচাই করার জন্য নিয়মিত চেকআপ চলবে। তাঁর অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কে
নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে,
মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন আজ সকালে গণমাধ্যমে
জানান, তামিমের কিছু পরীক্ষা করা হবে। যদি সব কিছু ঠিক
থাকে, তবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে, যা সন্ধ্যা বা
রাতের মধ্যে করা হতে পারে।