× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক।

২৪ মার্চ ২০২৫, ১২:১২ পিএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৫, ১৩:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব শাইনপুকুর ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ জানিয়েছেন, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছিল, তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বর্তমানে তিনি সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

তামিম ইকবালের অসুস্থতার খবরটি নিশ্চিত করার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন,তাৎক্ষণিকভাবে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে, হেলিকপ্টারে ওঠার জন্য তার শারীরিক অবস্থা উন্নত না হওয়ায়, তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে, তামিমের অসুস্থতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ১৯তম বোর্ডসভা স্থগিত করা হয়েছে। সভাটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। বর্তমানে, বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.