× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন!

স্পোর্টস ডেস্ক।

২১ মার্চ ২০২৫, ১৫:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নেশন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোয়ার্টার ফাইনালে উঠে পর্তুগাল, কিন্তু নতুন রাউন্ডের প্রথম লেগে ডেনমার্কের কাছে হার মেনে নিতে হয়েছে তাদের। যদিও গোলরক্ষক দিয়েগো কস্তা পেনাল্টি সহ দুর্দান্ত সেভ করে পর্তুগালকে ম্যাচে ধরে রেখেছিলেন, তবে রোনালদো ব্রুনো ফার্নান্দেজের নিষ্ক্রিয়তায় পর্তুগালের পক্ষে ফলাফল আসেনি। এর ফলে সিআরসেভেনের প্রিয় সিউ উদযাপন করে (-) জয় নিয়ে মাঠ ছাড়েন ডেনমার্কের রাসমুস হয়লুন্দ।

আজ (২১ মার্চ) রাতে পার্কেন স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকা পর্তুগাল গোল করতে পারেনি, অথচ ডেনমার্কের গোলরক্ষক কাসপার স্মাইকেল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ম্যাচের একমাত্র গোলটি আসে ৭৮ মিনিটে, যখন হয়লুন্দ ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান।

ডেনমার্ক ম্যাচে ২৩টি শট নিয়েছিল, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে, আর পর্তুগাল মাত্র ৮টি শট নেয়, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরু থেকেই পর্তুগালের রক্ষণ ছিল কিছুটা দুর্বল। গোলরক্ষক কস্তা একটি শট ঠেকাতে গিয়ে বিপদে পড়েছিলেন, তবে শেষ মুহূর্তে বল বাইরে পাঠিয়ে রক্ষা পান। পর্তুগাল প্রথম সুযোগ পায় অষ্টম মিনিটে, যখন পেদ্রো নেতোর শট স্মাইকেল ঠেকান। বিরতির আগে ডেনিশদের কাছে একটি পেনাল্টি সুযোগ আসে, তবে কস্তা সেটিও সেভ করেন।

বিরতির পর ডেনমার্ক একের পর এক আক্রমণ করতে থাকে এবং বদলি হিসেবে নামা হয়লুন্দও একটি সুযোগ মিস করেন। তবে ৭৮ মিনিটে তার শটই ম্যাচের ভাগ্য বদলে দেয়। তার গোলের পর, রোনালদো ব্রুনো ফার্নান্দেজদের আর কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

এই হারে পর্তুগাল নেশন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে পিছিয়ে পড়ল, যদিও তারা আগের তিনটি ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জয়ী ছিল। উভয় দল ফিরতি লেগে আগামী রোববার পর্তুগালে মুখোমুখি হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.