ক্রিকেট
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তার মধ্যেই
একটি সুখবর পেলেন সাকিব আল হাসান ।
যেকোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে
কোন বাধা নেই।
সাকিবকে
অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট।
গত
বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো
পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। বয়সভিত্তিক ক্রিকেট থেকে সুদীর্ঘ পথচলায় আগে কখনোই তার বোলিং নিয়ে সন্দেহ জাগেনি।
পরে
আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়েও তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। গত ডিসেম্বরে বিসিবি
জানায়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও বোলিং করতে পারবেন না ৩৭ বছর
বয়সী এই অলরাউন্ডার। পরে
আরেক দফায় পরীক্ষাতেও অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে ব্যর্থ হন তিনি।
তবে
এইবার আবার ফিরে পেলেন তার অলরাউন্ডার সত্ত্বা এবং দেশের বাইরের নানা লিগে তার খেলার সুযোগ আরও বাড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা । কিন্ত দেশের
হয়ে খেলতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিতই
রয়ে গেছে।
উল্লেখ্য আজ ২০ মার্চ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানের জন্মদিন।