এশিয়ান
কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে
অনুষ্ঠিত এই অ্যাওয়ে ম্যাচে
অংশ নিতে আজ (২০ মার্চ) বিকেলে
বাংলাদেশ দল শিলং পৌঁছেছে।
বাংলাদেশ
সময় সকাল ৯টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময়
বিকেল ৪টায় শিলং বিমানবন্দরে পৌঁছায় তারা। এরপর, জামাল-হামজা সহ পুরো দল
টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হয়।
ইংলিশ
প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী এবার প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি ১৭ মার্চ সিলেটে
পৌঁছান, এরপর হবিগঞ্জে এক রাত কাটিয়ে
১৮ মার্চ রাতে বাংলাদেশ দলে যোগ দেন। গতকাল সংবাদ সম্মেলন শেষে রাতের অনুশীলনে অংশ নিয়ে আজ সকালে দলটির
সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।
বাংলাদেশ
ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত
স্কোয়াড ঘোষণা হওয়ার কথা থাকলেও, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও কোচ দল চূড়ান্ত করতে
পারেননি। ফলে ২৪ জন ফুটবলারই
ভারত গেছেন, এবং ২৪ মার্চ ম্যানেজার
মিটিংয়ের মাধ্যমে একজন ফুটবলার বাদ পড়বেন।