× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বল হাতে তাসকিনের সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক।

১৮ মার্চ ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)- আবারো রানবন্যা দেখা গেল। বিকেএসপির নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ব্যাটিং করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচটি ছিল দর্শকদের জন্য নিখাঁদ বিনোদন। গাজী গ্রুপের ব্যাটসম্যান এনামুল হক বিজয় দুর্দান্ত ১৪৯ রান করেছেন।

তবে বিজয়ের পাশাপাশি আরও একজন ক্রিকেটার সেঞ্চুরি করেছেন, তিনি হলেন তাসকিন আহমেদ। তবে তাসকিনের সেঞ্চুরি ছিল ব্যাট হাতে নয়, বরং খরুচে বোলিংয়ের সুবাদে। মোহামেডানের বিপক্ষে উইকেট নিলেও, তিনি ১০৭ রান খরচ করেছেন, যা লিস্ট '' ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড।

তাসকিনের খরুচে বোলিংয়ের মধ্যে সবচেয়ে বেশি রান আছে তোফায়েল আহমেদের ব্যাট থেকে। ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তোফায়েল, আর তাসকিনের শেষ দুই ওভারেই আসে ৪৫ রান, যার বড় অংশ ছিল তোফায়েলের ব্যাট থেকে।

তাসকিনের ১০৭ রান খরচের আগে লিস্ট '' ক্রিকেটে বাংলাদেশের বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল ১০৪ রান। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা '' দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ওভারে ১০৪ রান খরচ করেছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.