হামজা চৌধুরীর দেশে ফেরা নিয়ে ফুটবল অঙ্গনে খুশির জোয়ার বইলেও এরই মধ্যে ঘটেছে আরেক ঘটনা। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি ফাহমিদুল। জানা গেছে, তিনি ফিরে গেছেন ইতালিতে।
আজ (১৮ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও সেই দলে ছিলেন না ফাহমিদুল। বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবের তায়েফে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল। আজ (১৮ মার্চ) লাল সবুজের দল দেশে ফিরেছে সৌদি আরব থেকে ।
গত ৯ মার্চ ইতালি থেকে ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। দলের হয়ে একটি অনুশীলন ম্যাচেও অংশ নেন এই তরুণ ফুটবলার । এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন এই দুই ফুটবলার।