× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হবিগঞ্জে হামজার বাড়িতে জনতার ঢল

স্পোর্টস ডেস্ক।

১৭ মার্চ ২০২৫, ১৭:৫৮ পিএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৫, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেট বিমানবন্দর থেকে হামজা দেওয়ান চৌধুরি সপরিবারে তার পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবলে পৌঁছেছেন। ঘণ্টা দু'য়েক সড়কপথ পাড়ি দিয়ে হামজা তার শেকড়ে ফিরে আসেন। হামজা যখন নিজ বাড়িতে পৌঁছান, তখন বাফুফের তিন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানাতে সিলেট থেকে ঢাকায় পৌঁছেছেন। বাকি চার কর্মকর্তা বিকেলের ফ্লাইটে ঢাকা ফেরার পথে ছিলেন।

হামজার আগমনের জন্য বাফুফের চার নির্বাহী সদস্য (ইকবাল হোসেন, গোলাম গাউস, সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, এবং কামরুল ইসলাম হিল্টন) গতকাল সিলেট হবিগঞ্জ পরিদর্শন করেন। হামজাকে সিলেট বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হলেও তারা এরপর হবিগঞ্জ যাননি। গোলাম গাউস জানান, হামজার বাবা তাদের অনুরোধ করেছেন যাতে তারা হবিগঞ্জে না যান। হামজার চাচা চাচাতো ভাইরা বাড়ির সার্বিক ব্যবস্থাপনায় আছেন এবং পুলিশের প্রটোকলে হামজা বাড়ি পৌঁছাবেন।

ফেডারেশন সূত্রে জানা যায়, এই প্রতিনিধি দলের সদস্যদের ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল। সিলেট বিমানবন্দরে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বাফুফে কর্তারা প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন হয়ে দাঁড়ায়। হামজাকে ভিআইপি জোনে রাখা হলেও অসংখ্য লোক তাকে তার পরিবারকে ঘিরে ছিল, যা এড়ানোর জন্য বাফুফের দুই সদস্য তাকে সাহায্য করেন।

বাংলাদেশে হামজার আগমন ঘিরে সকল গণমাধ্যমের আগ্রহ ছিল, তবে ফেডারেশন সেই ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারেনি। হামজার মিডিয়া সেশন চলাকালে বাফুফে কর্মকর্তাদের মধ্যে ঠেলা-ঠেলি দৃশ্য দেখা যায়। বিমানবন্দর একটি সংরক্ষিত এলাকা, কিন্তু সেখানে অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে হবিগঞ্জে আরও বড় সমস্যা হতে পারে।

বাফুফে কর্তারা হামজাকে হবিগঞ্জ পৌঁছে দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিলেট থেকে ঢাকায় ফিরে আসতে পারতেন, তবে তারা এই পথে হাঁটেননি। সিলেটে গিয়ে হামজাকে অভ্যর্থনা জানানোর জন্য যাওয়া তিন কর্মকর্তা (ইমতিয়াজ হামিদ সবুজ, সত্যজিত দাশ রুপু, মঞ্জুরুল করিম) ঢাকার ফ্লাইট ধরেছেন হামজা হবিগঞ্জ রওনা হওয়ার কিছুক্ষণ পর।

হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে যোগদানের বিষয়ে মূলত বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ কাজ করেছেন। তাবিথ এবং সবুজ দুই মাস আগে ইংল্যান্ডে গিয়ে হামজা তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। এরপর সহ-সভাপতি ফাহাদ করিম হামজার আগমন অভ্যর্থনার পরিকল্পনা-সমন্বয়ের দায়িত্ব পালন করলেও আজ তিনি সিলেটে উপস্থিত ছিলেন না।

হামজার আগমন উপলক্ষ্যে বাফুফে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নতুন কিছু নয়। হামজার আগমন বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় ঘটনা হলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে কোনও কমিটি গঠন করেনি। এই অব্যবস্থাপনা অর্ভথ্যনা নিয়ে ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে নির্বাহী কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.