× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক।

১৭ মার্চ ২০২৫, ১২:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রেখেছেন হামজা চৌধুরী। কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকেই দেশের কোটি ফুটবল ভক্ত অপেক্ষা করছিলেন এই মুহূর্তটির জন্য।

আজ (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি। ইমিগ্রেশন সম্পন্ন করার পর, হামজাকে বরণ করে নেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা। সময় হামজার সঙ্গে তার বাবা, মোরশেদ দেওয়ান চৌধুরীও উপস্থিত থাকবেন। এরপর, বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হলেন হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই নিশ্চিত হয়েছে যে, ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের জার্সিতে খেলবেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো তাকে মাঠে দেখতে উত্তেজিত হয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা।

এটা উল্লেখযোগ্য যে, এর আগে বাংলাদেশের ফুটবলে বিদেশি তারকাদের আগমন ঘটেছে, যার শুরু জামাল ভূঁইয়ার হাত দিয়ে। বর্তমানে, হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে দ্বিতীয় বৃহৎ নাম, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলে ছিলেন এবং বর্তমানে চ্যাম্পিয়নশিপ দল শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.