× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসছেন হামজা চৌধুরী; অপেক্ষায় কোটি ফুটবলপ্রেমী

স্পোর্টস ডেস্ক।

১৭ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই নিশ্চিত হয়েছে, ইংলিশ ফুটবলের ডিফেন্সিভ মিডফিল্ডার এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরবেন। অবশেষে তার দীর্ঘ প্রতীক্ষার পর, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার লাল-সবুজের জার্সিতে খেলার জন্য দেশে আসছেন।

আজ (১৭ মার্চ) সকালে, হামজা লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট পৌঁছানোর কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা হামজার একটি ছবি শেয়ার করেছে, যার ক্যাপশনে লেখা, "বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন। আরও জানতে আমাদের সঙ্গেই থাকুন।"

যাত্রাপথে হামজার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী সন্তান। সিলেট থেকে সরাসরি তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তার নিজ বাড়িতে যাবেন, যেখানে বিকেলে গ্রামবাসীরা তাকে সংবর্ধনা জানাবে।

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে দেখতে অপেক্ষায় রয়েছে কোটি ফুটবল ভক্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.