× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোকেন কান্ডে দোষী সাব্যস্ত অজি কিংবদন্তি স্টুয়ার্ট ম্যাকগিল

স্পোর্টস ডেস্ক।

১৩ মার্চ ২০২৫, ১৫:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

অজি দুই কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলের কোকেনের প্রতি ভালবাসাটা যেন একটু বাড়তিই। মাত্র ৪৪ টেস্ট খেলে ২০৮ উইকেটশিকার করা স্টুয়ার্ট ম্যাকগিল সম্প্রতি কোকেন কান্ডে বড় ধরণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেও ছোটখাট অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

মূল ঘটনাটি ২০২১ সালের। সাবেক লেগ স্পিনার ম্যাকগিল তাঁর ব্যক্তিগত কোকেন ডিলারের সাথে এক সহযোগীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুলিশের অভিযোগ অনুযায়ী, ওই সময় দুজন মিলে লাখ মার্কিন ডলারের মাদক চুক্তিতে জড়িত হয়েছিল। যদিও এই লেনদেনে ম্যাকগিলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে অংশ নেয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তবে ৫৪ বছর বয়সী সাবেক এই খেলোয়াড়ের বিরুদ্ধে বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের যে অভিযোগ ছিলো, সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন।

ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে দুর্দান্ত এই লেগ স্পিনার সেই সময়ে শেন ওয়ার্নের ছায়ায় কিছুটা আড়ালে পড়েছিলেন। তবে ক্রিকেটপ্রেমীরা জানে, তাঁর বোলিং সামলাতে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও দিশেহারা হয়ে পড়তেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.