× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ’র বিদায়

স্পোর্টস ডেস্ক।

১৩ মার্চ ২০২৫, ০২:০৭ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ‘মিস্টার সাইলেন্ট কিলার’ মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে আগেই আভাস দিয়েছিলেন। বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড পেইজ থেকে তিনি এক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।

২০২১ এ টেস্ট, ২০২৪-এ টি-২০ থেকে অবসর নিয়েছেন। মাহমুদুল্লাহ’র ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার মাধ্যমে এই ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেটের পুরো এক প্রজন্মের ‘ফিনিশ ’ ঘটল।

 ২৩৯ ওয়ানডে তে ৩৬.৪৬ গড়ে ৫৬৮৯ রান করা এই ভেটেরান তার বিদায়ী পোস্টে লেখেন, সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। 

ব্যাট হাতে দলকে দীর্ঘদিন খাদের কিনারা থেকে টেনে তোলা এই ক্রিকেটার তার পোস্টে সকল টিমমেট, কোচ এবং বিশেষ করে তার ডাই হার্ড ফ্যানদের ধন্যবাদ জানান। 

অফস্পিনিং অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ক্যারিয়ার শুরু করলেও একটা সময় পরে বল হাতে খুব কমই দেখা গেছে তাকে। সলিড ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শীর্ষ সময় পার করেছেন ২০১৫ সালে। বিশেষ করে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে দুর্দান্ত সেঞ্চুরি তার ‘ফ্লাইং কিস’ বাংলাদেশ ক্রিকেটের সেরা কয়েকটি মুহূর্তের একটি।

দল থেকে বাদ পড়া, সমালোচকদের তোপের মুখেও বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং অর্ডার বিদায়ের আগ পর্যন্তও ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ টেনে নিয়েছেন বহুবার।

ম্যাচ না জেতানো, কোনো ট্রফি না জেতানো, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সাথে সুযোগ থাকা স্বত্বেও ডট বল খেলা নিয়ে বিতর্ক এসবের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০৮ টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ। 

২০০ তম ছক্কা হাঁকানোর পর ফ্যানমেড পোস্টার।

বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের বিদায়বেলাটা একটু ঘোলাটেই কাটে। কোটি-কোটি ক্রিকেট প্রেমীদের শিহরণ জাগানো মুহূর্ত উপহার দেওয়া, গ্যালারিতে এক সময় হর্ষধ্বনিতে ফেটে পড়া দর্শকদের মুখ থেকেই বিদায় বেলায় দুয়োধ্বনি শুনতে হয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে সেটা যেনো আরও তীব্রতর হয়ে ওঠে। তাই তো তিনি লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু আপনি হ্যাঁ বলুন এবং সামনে এগিয়ে যান। শান্তি........... আলহামদুলিল্লাহ! আমার দলের ও বাংলাদেশের ক্রিকেটের জন্য রইল শুভকামনা।

বিদায়ী পোস্টে তিনি আরও লেখেন, আমার পিতামাতা, শ্বশুর-শ্বাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদুল্লাহর প্রতি অনেক ধন্যবাদ, যিনি শৈশব থেকে আমার কোচ ও পরামর্শক হিসেবে সবসময় আমার পাশে ছিলেন।

এবং শেষমেশ, আমার স্ত্রী ও সন্তানদের প্রতি ধন্যবাদ, যারা কঠিন সময়েও আমার সহায়ক ছিলেন।   ছেলেটা হয়তো অভিমান করেছে এই সিদ্ধান্তে তাই তো তিনি যোগ করেন, জানি, রাইদ আমাকে লাল ও সবুজ জার্সিতে মিস করবে। 

মাহমুদুল্লাহ রিয়াদ। 

তার পোস্টে ভক্তরা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, সময়োপযোগী উল্লেখ করে, সবমিলিয়ে একটা কথা স্বীকার করেছেন, বাংলাদেশ ক্রিকেটে তার অবদান সবাই মনে রাখবে। আর তার খেলা টা কি শুধু তার ছেলে রাঈদ ই মিস করবে?  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.