× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ; নাম প্রত্যাহার করে নিলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক।

১১ মার্চ ২০২৫, ১৬:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তালিকায় কিছু পরিবর্তন ঘটেছে।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত 'বি' ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, বর্তমানে '' ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন, ফলে মার্চ মাস থেকে তার ক্যাটাগরি হবে 'বি'

তালিকায় ' প্লাস' ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ, যিনি পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন। '' ক্যাটাগরিতে আছেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজ লিটন দাস, যারা পাবেন মাসে লাখ টাকা বেতন।

'সি' ক্যাটাগরিতে মাসে লাখ টাকা বেতন পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ নাহিদ রানা। সেইসাথে, 'সি' ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান, সৌম্য, জাকের আলী, তানজিদ, রিশাদ, তানজিম শেখ মেহেদীকে।

এছাড়া, 'ডি' ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ খালেদ আহমেদ, যারা পাবেন লাখ টাকা বেতন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.