বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যা ১ জানুয়ারি
থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত
কার্যকর থাকবে। এ তালিকায় কিছু
পরিবর্তন ঘটেছে।
ফেব্রুয়ারি
মাস পর্যন্ত 'বি' ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, বর্তমানে 'এ' ক্যাটাগরিতে থাকা
মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন, ফলে মার্চ মাস থেকে তার ক্যাটাগরি হবে 'বি'।
তালিকায়
'এ প্লাস' ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ, যিনি পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বেতন। 'এ' ক্যাটাগরিতে আছেন
নাজমুল শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস,
যারা পাবেন মাসে ৮ লাখ টাকা
বেতন।
'সি'
ক্যাটাগরিতে মাসে ৬ লাখ টাকা
বেতন পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
সেইসাথে, 'সি' ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান, সৌম্য, জাকের আলী, তানজিদ, রিশাদ, তানজিম ও শেখ মেহেদীকে।
এছাড়া,
'ডি' ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ,
যারা পাবেন ২ লাখ টাকা
বেতন।