চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভারত ছাড়া অন্য সব দলকে দুটি দেশে খেলতে হচ্ছে। এর ফলে ভারত ছাড়া অন্য সবাইকে দুটি দেশে ভ্রমণ করতে হচ্ছে, তবে রোহিত শর্মার ভারত দল এক ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছে। এই হাইব্রিড মডেল নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন অনেক ক্রিকেটার। সাবেক ক্রিকেটারসহ অনেক ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মধ্যে এবার এ বিষয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
ইনজামামের মতে, ভারত শুধু এবারই নয়, বেশ কয়েকটি ক্ষেত্রে বাড়তি সুবিধা নিয়ে থাকে। এমনকি ফ্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে ভারত আধিপত্য বিস্তার করে রেখেছে। তিনি উল্লেখ করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ পাকিস্তান ছাড়া অন্য সব দেশের ক্রিকেটাররা খেলতে পারলেও, ভারতীয় কোনো ক্রিকেটার অন্য দেশের লিগে অংশ নেন না। এই পরিস্থিতিতে, ইনজামাম মনে করেন যে, সব দেশের বোর্ডগুলোর উচিত আইপিএল বর্জন করা।
তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেন, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না।"
তিনি আরও বলেন, "অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। যদি ভারত তাদের ক্রিকেটারদের অন্য দেশে খেলতে না দেয়, তবে অন্য বোর্ডগুলোরও একই অবস্থান নেওয়া উচিত।"