ইন্টার
মিয়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি শনিবারের (২২ ফেব্রুয়ারি) মেজর লিগ সকারের ওপেনার ম্যাচের পর নিউ ইয়র্ক
সিটি এফসি’র কোচিং স্টাফের
একজনকে গলায় ধরার ঘটনায় অজ্ঞাত পরিমাণে জরিমানা করেছেন, জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
ভিডিও
ফুটেজে দেখা যায়, মেসি কোচের দিকে এগিয়ে গিয়ে তার গলার পেছনে হাত দিয়ে ধরে ফেলেন, এতে কোচটি মেসির থেকে দূরে সরে যান। মেসি এবং নিউ ইয়র্ক সিটি এফসি'র মধ্যকার ২-২ ড্র ম্যাচের
পর এই ঘটনা ঘটে।
এই
জরিমানা মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এমএলএসের ডিসিপ্লিনারি কমিটির দ্বারা আরোপ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে,
মেসির সতীর্থ লুইস সুয়ারেজকেও একই "প্রতিদ্বন্দ্বীর মুখ/গলা/গলার পেছন ধরার নীতি" লঙ্ঘনের জন্য মঙ্গলবার জরিমানা করা হয়েছে। এটি ঘটেছিল হাফটাইমের সময়, যখন সুয়ারেজ নরওয়েজিয়ান ডিফেন্ডার বার্ক রিসার গলার পেছনে আঙ্গুল দিয়ে চিমটি কাটেন।
ইন্টার মিয়ামি মঙ্গলবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে স্পোর্টিং কেসি'র বিরুদ্ধে খেলবে।
সূত্রঃ রয়টার্স