ছবিঃ সংগৃহীত।
বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের দ্বৈরথ মাঝপথে। পাকিস্তানের আশা জাগানিয়া ইনিংস থেমে গেছে মাত্র ২৪১ রানে। অথচ ৩৪তম ওভার পর্যন্ত ম্যান ইন গ্রিনদের রান ছিল ২ উইকেট হারিয়ে ১৫১। উইকেটে দুই সেট ব্যাটার সৌদ সাকিল আর ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। এরপরই হঠাৎ ছন্দপতন।
টসে জিতে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৪১ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে বাবর আজম ব্যক্তিগত ২৩ রানে কট বিহাইন্ড হয়ে গেলে ওপেনিং জুটি ভাঙে।
এদিকে ফখর জামানের ইঞ্জুরিতে দলে জায়গা পাওয়া ইমাম উল হক ব্যক্তিগত ১০ রানে আক্সার প্যাটেলের সরাসরি থ্রোতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে গেলে তৃতীয় উইকেট জুটিতে ধীরে সুস্থে রান তুলতে থাকেন দুই ফর্মে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল।
তৃতীয় উইকেট জুটিতে শতরান তোলে এই দুই ব্যাটার।
দলীয় ১৫১ রানে আক্সার প্যাটেলের বলে ক্লিন বোল্ড হন ক্যাপ্টেন রিজওয়ান।
এতে ১০৪ রানের জুটি ভাঙ্গে। ৭৭ বল খেলে ৩ রানে মাত্র ৫৯.৭৪ স্ট্রাইক রেটে এই রান তোলেন রিজওয়ান।
দলীয় ১৫৯ রানে ফিরে যান আরেক সেট ব্যাটার সৌদ শাকিল। এখানেও কৃতিত্ব আছে আক্সার প্যাটেলের। হার্দিক পান্ডিয়ার বলে সৌদ ক্যাচ তুলে দিলে সেটা আরামসে তালুবন্দি করেন প্যাটেল।
শেষ ব্যাটিং পাওয়ারপ্লের আগেই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে খেলায় ফিরে আসে ভারত।
কিন্তু ক্রিজে তখনো দুই মারকুটে ব্যাটার, সালমান আঘা আর বিপিএল কাপানো খুশদিল শাহ।
দর্শকরা শেষ পাওয়ারপ্লে তে যখন ধুন্ধুমার চার-ছক্কার অপেক্ষায় তখনই ভারতের বেরসিক বোলাররা আটকে ধরে পাকি ব্যাটারদের। তাহিরকে ক্লিন বোল্ড করে সোজা প্যাভিলিয়নের পথ দেখান রবীন্নদ্র জাদেজা।
পাকিস্তানি টেল এন্ডারদের শায়েস্তা করতে ডেথ ওভারে দৃশ্যপটে কূলদীপ যাদবের আবির্ভাব। সালমান আঘা ২৪ বলে ১৯ রান তুলেছেন কোনো বাউন্ডারি ছাড়াই। ফিরে গেছেন কূলদীপের ঘূর্ণি যাদুতে।
এদিকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন খুশদিল। কিন্তু ডেথ ওভারে ভারতের ত্রিমুখী বোলিং অ্যাটাকে বের করতে পারছিলেন না কোনো বাউন্ডারি। দুটি ছক্কা হাঁকিয়েছেন বটে। বাকি ২৬ রান তুলতে হয়েছে প্রান্ত বদল করে। তাকে সঙ্গ দিতে নাসিম শাহ ১৪ রানের একটি ক্যামিও খেলেন।
একদম শেষ ওভারে হার্ষিত রানার বলে ধরাশায়ী হন খুশদিল, দুর্দান্ত এক ক্যাচ ধরে সম্ভবত পুরো টুর্নামেন্টের সেরা ক্যাচটি লুফেছেন বিরাট কোহলি।
৩৯ বলে ৩৮ রান করে খুশদিলের সঙ্গে থামে পাকিস্তানের ইনিংস। মাত্র ২৪২ রানের লক্ষ্য দিতে সমর্থ হয়েছে ম্যান ইন গ্রিনরা।
ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন কুলদ্বীপ যাদব। এ ছাড়াও হার্দিক পান্ডিয়া দুটি, হার্সিত রানা, অক্ষর প্যাটেল ও জাদেজা একটি করে উইকেট শিকার করেন।
বিষয় : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh