আর কিছুক্ষণ
বাদেই মাঠে নামবে ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দী দুই দল ভারত-পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স
ট্রফি ২০২৫ এর আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক
মোহাম্মদ রিজওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু
হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ভারত প্রথম
ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে। অন্যদিকে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান ইনজুরির
কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তাঁর যায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ইমাম-উল-হক।
ভারত
একাদশ:
১.
রোহিত শর্মা (অধিনায়ক) ২. শুভমন গিল
৩. বিরাট কোহলি ৪. শ্রেয়াস আয়ার
৫. আক্সার প্যাটেল ৬. কেএল রাহুল
৭. হার্দিক পান্ডিয়া ৮. রবীন্দ্র জাদেজা
৯. হারশিত রানা ১০. মোহাম্মদ শামি ১১. কুলদীপ যাদব।
পাকিস্তান
একাদশ:
১.
ইমাম-উল-হক ২.
বাবর আজম ৩. সাউদ শাকিল ৪. মোহাম্মদ রিজওয়ান
(অধিনায়ক) ৫. তায়্যব তাহির
৬. সালমান আঘা ৭. খুশদিল শাহ
৮. শাহীন শাহ আফ্রিদি ৯. নাসিম শাহ
১০. হারিস রউফ ১১. আবরার আহমেদ।