২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের। ২০০৭ সালে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে একমাত্র জয় পেলেও, এরপর থেকে তারা কখনোই ভারতকে হারাতে পারেনি। তবে, এবার কি সেই হারের বৃত্ত ভাঙতে পারবে নাজমুল হোসেন শান্তর দল?
আজ (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ'র খেলায় মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
শেষবার দুই দল ওয়ানডে ফরম্যাটে ২০২৩ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। পুনেতে ওই ম্যাচে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত। এর আগে ২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে ২৮ রানে হেরেছিল বাংলাদেশ। তবে, দুই বিশ্বকাপের মাঝে একমাত্র দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এমনকি ২০২৩ এশিয়া কাপে কলম্বোতে ভারতকে ৬ রানে হারানোর দুর্দান্ত জয় পায় টাইগাররা।
চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ২০১৭ সালে বার্মিংহামে সেমিফাইনালে ভারতের কাছে ২৮ রানে হারে বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৪১টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ৩২টি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং ৮টি ম্যাচে জয়ী হয়েছে বাংলাদেশ। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে (চট্টগ্রাম, ২০০৭)।
দুবাইতে দুইবারের দেখায় একবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ম্যাচের শেষ বলে ভারতকে হারিয়ে দিচ্ছিল বাংলাদেশ, তবে শেষ মুহূর্তে হারতে হয়েছিল।
এখন দেখা যাক, ১৮ বছর পর আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে জয় পেয়ে বাংলাদেশ কি তার হারের যন্ত্রণায় ভুগছে সেই বৃত্ত থেকে বের হতে পারবে কিনা।