× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে কি করছেন তামিম ইকবাল?

স্পোর্টস ডেস্ক।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম । আপডেটঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

৮ বছর পর পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে আজ (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

দুর্দান্ত ফর্মে থাকা ভারত, এক বছরেরও কম সময়ে তাদের দ্বিতীয় আইসিসি মেগা ইভেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতকে হারানো জরুরি। এই পরিস্থিতিতে গতকাল দলের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের উজ্জ্বীবিত করার চেষ্টা করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দুবাইতে শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করার পর একটি ছবিও শেয়ার করেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, "আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।" এর আগে, দলের সঙ্গে নৈশভোজও করেছেন তামিম। সবমিলিয়ে, দলকে মানসিকভাবে চাঙা রাখতে তার এই উদ্যোগ।

ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলেন, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা বাংলাদেশ দলের আছে। তিনি আরও বলেন, “জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই দলের প্রধান লক্ষ্য হলো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এর জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।”

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের ম্যাচটি আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.