× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়ং-লাথামের জোড়া শতকে পাকিস্তানকে ৩২১ রানের লক্ষ্য দিল কিউইরা

স্পোর্টস ডেস্ক।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ওপেনার উইল ইয়ং-এবং উইকেট কিপার ব্যাটারের জোড়া শতকের পর গ্লেন ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩২০ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

আজ (১৯ ফেব্রুয়ারি ২০২৫) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

ডেভন কনওয়ে ১৭ বলে ১০ রান করে আউট হলে কিউইদের ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

তাকে বোল্ড করে সাজঘরে ফেরান আব্রার আহমেদ। কনওয়ের বিদায়ের পর মাত্র ১ রান যোগ করেই নাসিম শাহ-এর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন।

ড্যারিল মিচেল খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুচ্ছিলেন। তবে তাকে বেশি কষ্ট করতে দেননি সদ্যই চোট কাটিয়ে একাদশে ফেরা হারিস রউফ। ২৪ বলে ১০ রান করে আউট হন মিচেল।

৭৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন খানিকটা ব্যাকফুটে নিউজিল্যান্ড, তখন উইকেটকিপার-ব্যাটার টম লাথামকে নিয়ে দলকে আস্তে আস্তে এগিয়ে নিতে থাকেন ওপেনার উইল ইয়ং। ৩৫তম ওভারে চতুর্থ উইকেট জুটিতে শতরান পূরণ করে এই জুটি। তবে তাঁর ঠিক এক রান আগেই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তুলে নেন কিউই ওপেনার উইল ইয়ং। 

১০৭ বলে ওডিআই ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণ করেন উইল ইয়ং। ১১৩ বলে ১০৭ রান করে নাসিম শাহ-এর বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ১ টি ছক্কার সাথে হাঁকিয়েছেন এক ডজন বাউন্ডারি। 

বিদায়ের আগে টম লাথামের সঙ্গে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন উইল ইয়ং।

এরপর হাত চালিয়ে খেলতে থাকেন কিউই ব্যাটাররা। হাফ সেঞ্চুরির পর পাকিস্তানি বোলারদের পিটিয়ে  ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন টম লাথাম। 

এদিকে গ্লেন ফিলিপস ক্রিজে এসে কিছুক্ষণ বুঝে শুনে এরপর করাচির মাঠে শুরু করেন ঝড়। ৪ ছক্কার সাথে ৩ বাউন্ডারিতে ৩৯ বলে ৬১ রান করে একদম শেষ ওভারে গিয়ে ঘায়েল হন ফিলিপস।

পঞ্চম উইকেট জুটিতে ১২৫ রান আসে লাথাম-ফিলিপসের ব্যাট থেকে।  

৩ ছক্কা ও ১০ চারে ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন টম লাথাম।

পাকিস্তানের হয়ে দু'টি করে উইকেট শিকার করেন নাসিম শাহ এবং এবং হারিস রউফ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.