নানান
জল্পনা-কল্পনা ও ভক্তদের দীর্ঘ
অপেক্ষার পর অবশেষে শুরু
হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এই টুর্নামেন্ট শেষ
আয়োজিত হয়েছিল ২০১৭ সালে, এবং সাত বছর পর আবারো মাঠে
গড়ালো আইসিসির এ মেগা ইভেন্ট।
এবারের আসরটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে, এবং হাইব্রিড মডেলে এর আয়োজন করা
হয়েছে।
উদ্বোধনী
ম্যাচে আজ (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
সাম্প্রতিক
সময়ে পাকিস্তানের নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে পাকিস্তান দুটি ম্যাচেই হারিয়েছে। ফাইনালে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল।
ত্রিদেশীয়
সিরিজের ফাইনালে যে একাদশ নিয়ে
পাকিস্তান মাঠে নেমেছিল, ঠিক সেই একাদশ নিয়েই আজ চ্যাম্পিয়ন্স ট্রফির
উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা। একমাত্র পরিবর্তন হয়েছে, ফাহিম আশরাফের জায়গায় চোট কাটিয়ে দলে ফিরেছেন
হারিস রউফ।
পাকিস্তান
একাদশ:
মোহাম্মদ
রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, আঘা সালমান, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড
একাদশ:
মিচেল
স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন
ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও' রুর্ক।