আইসিসি চ্যাম্পিয়ন্স
ট্রফি ২০২৫ এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসির
এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য আজ (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
নতুন জার্সি প্রকাশ করেছে।
বিসিবি সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন আসরের জার্সি প্রকাশ করেছে। লাল-সবুজের মূল থিমে সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এই জার্সি পরিহিত অবস্থায় নতুন ভিডিওতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডের ১৫ জন ক্রিকেটার উপস্থিত হয়েছেন।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে।
এই বৈশ্বিক আসরের সরাসরি সম্প্রচার ১২টি দেশ ও অঞ্চলে টিভির মাধ্যমে দেখা যাবে। এছাড়া, প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করা যাবে। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শোনা যাবে।