× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হয়- মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টস ডেস্ক।

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তান এর আগে কখনো সাড়ে তিনশ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে জিততে পারেনি। তাই স্বাভাবিকভাবেই গতকাল ব্যাটিংয়ে নামার সময় কিছুটা হলেও মানসিক চাপে ছিল তারা। তার উপর একশ রানের আগেই তিন উইকেট হারিয়ে ফেলায় ম্যাচটি প্রায় হাত থেকেই বেরিয়ে যাচ্ছিল। তবে মোহাম্মদ রিজওয়ান আগা সালমানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ভর করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে পাকিস্তান।

৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামান দলকে ভালো শুরু এনে দেন। তার ২৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস এবং ইমাম-উল-হকের ২৫ রানে ভর করে উইকেট হারিয়ে ৯১ রান তোলে পাকিস্তান। তবে এর পরপরই অধিনায়ক বাবর আজমও ফিরে গেলে কিছুটা চাপে পড়ে তারা।

এরপর চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান আগা সালমান মিলে ২৬০ রানের বিশাল জুটি গড়ে তোলেন এবং দলের জয় নিশ্চিত করেন। তাদের এই জুটি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ।

দুজনেই সেঞ্চুরি করেছেন। মোহাম্মদ রিজওয়ান ১২২ রান করে অপরাজিত ছিলেন এবং আগা সালমান ১০৩ বলে ১৩৪ রান করেন।

এমন জয়ের পর রিজওয়ান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, 'আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।'

ফিল্ডিংয়ে উন্নতি করার কথা উল্লেখ করে রিজওয়ান বলেন, 'আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি, সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এভাবেই খেলে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.