বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। টস জিতে তামিম ইকবালের বরিশাল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে মিঠুন বাহিনীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। প্রথম ৫ ওভারেই ৫১ চান নিয়ে শুরুটা দুর্দান্ত করেছে চিটাগাং কিংস।
বরিশাল এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে এবং সবমিলিয়ে শেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, চিটাগাং ২০১৩ সালের পর এই প্রথম বিপিএলের ফাইনালে উঠেছে। তারা সেবার হতাশ হয়ে ফিরেছিল, তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায়। তামিমের সামনে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।
বরিশাল তাদের প্রথম কোয়ালিফায়ারের একাদশ নিয়েই মাঠে নেমেছে। অর্থাৎ, তাদের একাদশে কোনো পরিবর্তন নেই। চিটাগাংয়ের একাদশে আলিস আল ইসলামের না খেলার শঙ্কা ছিল, এবং সেটাই সত্যি হয়েছে। তার পরিবর্তে নাঈম ইসলামকে একাদশে নিয়েছে চিটাগাং। তাদের একাদশেও অন্য কোনো পরিবর্তন নেই।
ফরচুন বরিশালের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগাং কিংসের একাদশ:
খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।