× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে কারণে আজ মাঠে যাননি চিটাগাং কিংসের লঙ্কান তারকা বিনুরা ফার্নান্দো

স্পোর্টস ডেস্ক।

২২ জানুয়ারি ২০২৫, ১৮:০৪ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

চলমান বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু নিয়ে নজিরবিহীন জটিলতার সৃষ্টি হয়েছে। এর আগে এই ইস্যু নিয়ে দুর্বার রাজশাহী কেলেঙ্কারিতে জড়িয়েছিল।  বিসিবিতে বিচারও দিয়েছেন রতাজশাহীর লঙ্কান খেলোয়াড় লাহিরু সামারাকুন। এবার চিটাগাং কিংসের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে

চিটাগাং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে মাঠে যাননি। আজ (২২ জানুয়ারি) চিটাগাং কিংস ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। তবে এই ম্যাচের ১৫ জনের স্কোয়াডেও ছিলোনা লঙ্কান তারকা বিনুরা ফার্নান্দোর নাম।

গোপন সূত্রে জানা যায়, পারিশ্রমিক না পেয়ে মাঠে  যায়নি বলেই স্কোয়াডে তার নাম নেই। এবারের বিপিএলে এখন পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছেন এই লঙ্কান পেসার।

আজকের (২২ জানুয়ারি) ম্যাচে চিটাগাংয়ের ১৫জনের স্কোয়াডে ছয়জন আছেন বিদেশি। যাদের মধ্যে চারজন ঢাকার বিপক্ষে এই ম্যাচের একাদশে ছিলেন। তারা হলেন- গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, জুবাইরউল্লাহ আকবরি ও হায়দার আলি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.