সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা এখনও জানাননি সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় দলের আরেক ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল, জাতীয় দলে ক্যারিয়ারের ইতি টেনেছেন অনেক আগেই। কিন্তু ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। খেলছেন বিপিএলও।
তবে এবার সাকিবের সঙ্গে একই লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবালও। জাতীয় দল বিদায় নিয়ে সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম। এই টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন সাকিব। এদিকে এবার তামিমকে দলে যুক্ত করেছে বিগ বয়েজ স্কোয়াড। তামিম নিজেই টুর্নামেন্টে টুর্নামেন্টে অংশগ্রহনের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি। অবশেষে কিছুদিন আগে অবসরের ঘোষণা দেন তিনি।