অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ও নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে নেপালকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ৫২ রানে অলআউট করে নেপালকে গুটিয়ে ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল ও ৫ উইকেট হাতে জয় পায় বাংলাদেশের মেয়েরা।
আজ (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার। নেপালের এই মূল ব্যাটার হন রানআউট। শেষ পর্যন্ত ৫২ রানে আটকে যায় নেপাল।
এরপর জবাব দিতে মাঠে নেমে বংলাদেশকেও প্রথমে বড় ঝড় সামলাতে হয়। ১১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশে নারী দল। তবে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার ২১ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি এনে দেয়। ২৪ বলে সর্বোচ্চ ১৬ সংগ্রহ করেন সাদিয়া ইসলাম। আর ২৪ বলে ১২ রানে মাঠ থেকে সাঁজঘরে ফিরেন অধিনায়ক সুমাইয়া আক্তার।
ছবিঃ জয়ের ভিত্তি গড়ে দেন বোলাররা
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় নেপালের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার সানা প্রবীণের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল সীমানা কেসি (১০)। শেষ পর্যন্ত নেপালের ইনিংস থামে ৫২ রানে।
বাংলাদেশের পক্ষে দু’টি উইকেট লাভ করেন জান্নাতুল মাওয়া। একটি করে উইকেট লাভ করেন নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা। এছাড়া নেপালের ৫ ব্যাটার রান আউটের শিকার হয়।