আজ (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ২৩তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পায় দুর্বার রাজশাহী।
প্রথমে রাজশাহী টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার ৭ উইকেটে রান সংগ্রহ করে ১৮৪। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে ১১৯ রানে অলআউট হয়ে যায় সিলেট। এতে ৬৫ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে স্থান করে নেয় রাজশাহী।
রাজশাহীর দেওয়া ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে পল স্টার্লিংকে হারায় সিলেট। এক ওভার পরে মাঠ থেকে বিদায় নেন রনি তালুকদারও। এই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন জর্জ মুন্সে ও জাকির হাসান। ঝড়ো ব্যাট করতে থাকা জাকির ২৮ বলে ৩৯ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর উইকেট হারান মুন্সেও। তার ব্যাট থেকে আসে ২০ রান।
এরপর থেকে একেরপর এক উইকেট হারাতে থাকে সিলেট। মাঝে জাকের আলি এসে ২০ বলে ৩১ রান করেন। এতে অবশ্য লাভ হয়নি। হেরে তলানিতেই থাকতে হয় সিলেটের।
রাজশাহীর হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। দু’টি করে উইকেট নেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব আলম।
উল্লেখ্য, সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া। দুটি করে উইকেট পান নাহিদ ও নিহাদুল।