বাংলাদেশ
প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ এর আসরের শুরু থেকেই টিকিট সংক্রান্ত অব্যবস্থাপনা নিয়ে
জটিলতা চলমান রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে পারিশ্রমিক, বকেয়া বেতন ইস্যু। এসব সমস্যা
সমাধানে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি।
সন্ধ্যা
সাড়ে ৬ টায় জুম
মিটিংয়ে বসবেন বিসিবির পরিচালকরা। যেখানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বাকিরা।
জরুরি মিটিংয়ের
মূল এজেন্ডা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দেশের রাজনৈতিক পালাবদলের পর বিসিবির নতুন
নেতৃত্বে ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু শুরুতেই যেন প্রশ্নের মুখে
পড়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আবারও বিতর্ক উঠেছে।
আজ (১৫ জানুয়ারি)
সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে
ফ্র্যাঞ্চাইজিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল
করা হয়েছে।