× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোট কাটিয়ে দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক।

১৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৯ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৫, ০০:৫০ এএম

ছবিঃ সংগৃহীত।

ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পান সৌম্য সরকার। চোটের কারণে চলতি বিপিএল আসরে এখনো কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। এদিকে বিপিএলে তার দল রংপুর রাইডার্স এখন পর্যন্ত নিজেদের ৭ ম্যাচের ৭টিতেই জিতেছে। উড়তে থাকা এই দলটি আজ সৌম্য'র বিষয়েও সুখবর দিয়েছে।

ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সৌম্য চোট কাটিয়ে উঠেছেন। তারা সৌম্যের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে, 'রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার।'

এমনকি সৌম্যের খেলা উপভোগ করতে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ভক্তদের প্রস্তুত হতে বলেছে। তারা রাইডার্স ভক্তদের উদ্দেশ্যে লিখেছে, 'পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?'

তবে তিনি এখনই মাঠে নামার জন্য প্রস্তুত কিনা এ বিষয়টি নিশ্চিত নয়। গণমাধ্যমকে বিসিবি জানিয়েছে সৌম্য দলে যোগ দিলেও অবশ্য এখনই মাঠে নামতে পারবেন না। চোটমুক্ত হলেও অন্তত সপ্তাহ খানেক ফেরার প্রক্রিয়ায় থাকবেন এই ওপেনার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.