ছবিঃ সংগৃহীত।
রংপুর রাইডার্স! বিপিএল ২০২৫ এর আসরে একটি মিথ!। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দুই ওভারে পাঁচ উইকেট তুলে নিয়ে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিল রংপুর রাইডার্স!
অবিশ্বাস্য ডেথ ওভারের ফাঁদে ফেলে খুলনা টাইগার্স থেকে জয় ছিনিয়ে নিয়ে আজ (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের টানা সপ্তম জয় তুলে নিয়ে হৃদরোগী ক্রিকেটভক্তদের আজ হৃদযন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে।
খেলা শেষ হতে যখন দুই ওভার বাকি তখন খুলনা টাইগার্সের চাই ১২ বল থেকে ১৮ রান। হাতে উইকেট আছে ৬টা। ক্রিজে মাহিদুল অঙ্কন এবং মোহাম্মদ নওয়াজ। প্রথম হারের শিরোনাম লিখতে ভেবে যাদের চিন্তার মোড় ঘুরে ঘেছে তাদের ইউটার্নে ফেরত আনে রংপুর। ১৯ তম ওভারে আকিফ জাভেদ এসে ফিরিয়ে দেন মাহিদুল অঙ্কনকে। আর এবং ইমরুল কায়েস নিজের ব্যাটিং পজিশন নিয়ে রোজ কি এক্সপেরিমেন্ট করছেন তা তিনি নিজেই জানেন কিন্তু কিন্তু ফলাফল আসছে না। ১৯ তম ওভারে আকিফ জাভেদের শিকার তিনিও। শেষ ওভারে তীরে এসে তরী ডোবে খুলনা টাইগার্সের। মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম ২ বল ডট দিয়ে তৃতীয় বলটি করেন ওয়াইড। তৃতীয় বৈধ ডেলিভারিতে মোহাম্মদ নওয়াজকে রান আউট করেন সাইফ হাসান। পরের বলে রান আউট নাসুম আহমেদ। ৩ বলে চাই ১০ রান। পঞ্চম বলে আবু হায়দার রনিকে গোল্ডেন ডাক উপহার দেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ বলে একটি সিঙ্গেল নিলে ৮ রানে অবিশ্বাস্য ভাবে হেরে যায় খুলনা টাইগার্স।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
খুশদিল শাহ ৩৫ বলে চার চার ও ছয় ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন।
২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে রংপুর রাইডার্স।
জবাব দিতে নেমে দ্বিতীয় উইকেটে ৬১ রান করেন ক্যাটেন মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ নাঈম শেখ।
৪১ বলে ২ ছক্কার সাথে ৭টি চার হাঁকিয়ে ৫৮ রান করেন মোহাম্মদ নাঈম শেখ।
মেহেদি হাসান মিরাজ খেলেন ২৪ বলে ৩৯ রানের একটি সময়োপযোগী ইনিংস।
আফিফ এসেও ১৫ বলে ২৯ রান করেন। আফিফ আউট হলেও ১৮ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬৯ রান খুলনা টাইগার্সের।
খেলা শেষ হতে যখন দুই ওভার বাকি তখন খুলনা টাইগার্সের চাই ১২ বল থেকে ১৮ রান। হাতে উইকেট আছে ৬টা। ক্রিজে মাহিদুল অঙ্কন এবং মোহাম্মদ নওয়াজ। প্রথম হারের শিরোনাম লিখতে ভেবে যাদের চিন্তার মোড় ঘুরে ঘেছে তাদের ইউটার্নে ফেরত আনে রংপুর। ১৯ তম ওভারে আকিফ জাভেদ এসে ফিরিয়ে দেন মাহিদুল অঙ্কনকে। আর এবং ইমরুল কায়েস নিজের ব্যাটিং পজিশন নিয়ে রোজ কি এক্সপেরিমেন্ট করছেন তা তিনি নিজেই জানেন কিন্তু কিন্তু ফলাফল আসছে না। ১৯ তম ওভারে আকিফ জাভেদের শিকার তিনিও। শেষ ওভারে তীরে এসে তরী ডোবে খুলনা টাইগার্সের। মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম ২ বল ডট দিয়ে তৃতীয় বলটি করেন ওয়াইড। তৃতীয় বৈধ ডেলিভারিতে মোহাম্মদ নওয়াজকে রান আউট করেন সাইফ হাসান। পরের বলে রান আউট নাসুম আহমেদ। ৩ বলে চাই ১০ রান। পঞ্চম বলে আবু হায়দার রনিকে গোল্ডেন ডাক উপহার দেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ বলে একটি সিঙ্গেল নিলে ৮ রানে অবিশ্বাস্য ভাবে হেরে যায় খুলনা টাইগার্স।
এই নিয়ে এবারের বিপিএল আসরে টানা ৭ জয় তুলে নিয়ে এখন সিলেট পর্ব শেষেও এখন পর্যন্ত অপরাজিত থাকল রংপুর রাইডার্স।
বিষয় : বিপিএল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh