× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইপিএলে শ্রেয়াসের নতুন ইতিহাস, ধোনি-কোহলিরও যা হয়নি

১৩ জানুয়ারি ২০২৫, ২০:২৯ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংস তাকে দলে ভিড়িয়েছে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে, এবার সেই দলের অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন তিনি।


অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণের মাধ্যমেই আইপিএলের ইতিহাসে বিশেষ এক রেকর্ড গড়লেন শ্রেয়াস। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি তিনটি ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন।


গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন শ্রেয়াস। এর আগে দিল্লি ক্যাপিটালসেরও অধিনায়ক ছিলেন তিনি এবং ২০২০ সালে দিল্লিকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। ভিন্ন দুটি দলের সঙ্গে ফাইনালে পৌঁছানো একমাত্র অধিনায়কও তিনি।


আইপিএল ইতিহাসে এর আগে তিনটি ভিন্ন দলের নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন মাত্র দুইজন। লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে কিংস ইলেভেন পাঞ্জাব, কোচি টাস্কার্স কেরালা ও দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুনে সুপারজায়ান্টস ও রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন।


পাঞ্জাবের অধিনায়কত্ব পাওয়ার পর শ্রেয়াস বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। দল আমার ওপর যে বিশ্বাস রেখেছে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করতে মুখিয়ে আছি। আমাদের দলে সম্ভাবনাময় ও অভিজ্ঞ খেলোয়াড়দের চমৎকার সংমিশ্রণ রয়েছে। আমি দলের প্রথম শিরোপা এনে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.