পাকিস্তান
সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে লাহোর ফোর্টে। সেখানে ৫১০ জন বিদেশি ক্রিকেটারদের
মধ্যে আছেন ৩৯ জন বাংলাদেশি
ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে থেকেও দল পাননি বাংলাদেশের
দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল
হাসান। এদিকে সিলভার ক্যাটাগরি
থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন।
লাহোর
কালান্দার্স এই লেগস্পিনিং বোলিং
অল-রাউন্ডারকে দলে ভিড়িয়েছে। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫
হাজার ডলার।
রিশাদ ছাড়াও
এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরো দুই ক্রিকেটার। গোল্ড ক্যাটাগরি থেকে দল
পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে
দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
সিলভার
ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন
দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।
এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে
গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যা পিএসএলে তাকে
দল পেতে সাহায্য করেছে।
প্লাটিনাম
ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল
হাসান। এই দুজনই প্রথম
ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
প্রথম
ডাকে দল না পাওয়া
ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
এই
ড্রাফটে আছেন বাংলাদেশের মোট ৩৯ ক্রিকেটার। প্লাটিনামে
ক্যাটাগরিতে ২ জন, ডায়মন্ড
ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড
ক্যাটাগরিতে ১১ ও সিলভার
ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার।