× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটকে হারিয়ে বরিশালকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চিটাগাং কিংস

স্পোর্টস ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৯ পিএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিপিএল ২০২৫ আসরের সিলেটপর্বে এসে জয়ের খাতা খুলে টানা দুই জয় তুলে নেয় সিলেট স্টাইকার্স। তবে আজ চিটাগাং কিংসের ছুঁড়ে দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩০ রানে হেরে হলনা সিলেট স্ট্রাইকার্সের হ্যাটট্রিক জয়। এদিকে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে ফরচুন বরিশালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগাং কিংস।

টসে হেরে আজ (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে চিটাগাং কিংস।

দলীয় ৩২ রানে ব্যাক্তিগত ৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর স্কোয়াডে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন।

দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানি ওপেনার উসমান খান এবং ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক তোলেন ৬৮ রান।

দলীয় ১০০ রানের মাথায় এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান উসমান খানকে প্যাভিলিয়নে ফেরান সিলেটের অধিনায়ক আরিফুল হক।

৩৫ বলে ১ ছক্কার সাথে ৮ টি বাউন্ডারি হাঁকিয়ে উসমান খান করেন ৫৩ রান।

থামেননি গ্রাহাম ক্লার্ক, অধিনায়ক মোহাম্মদ মিথুনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪৮ রান। দুই ছক্কায় ১৯ বলে ২৮ রান করে রুয়েল মিয়ার শিকার হন মিথুন।

১৬ তম ওভারে গিয়ে থামেন গ্রাহাম ক্লার্ক। নাহিদুল ইসলামের বলে আরিফুল হকের হাতে ক্যাচ তুলে বিদায় নেবার আগে ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় করেছেন ৬০ রান।

শেষদিকে ৪ চার এবং ৩ ছক্কায় হায়দার আলি অপরাজিত ৪২ রানের ইনিংস খেললে ২০০ পেরোনো সংগ্রহ পায় চিটাগাং কিংস।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ৩৮ রান খরচায়।

২০৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। নাবিল সামাদের বলে গোল্ডেন ডাক মারেন আইরিশ ব্যাটার পল স্টার্লিং।

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রনি তালুকদারের ব্যাট আজ হাসেনি। মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হয়ে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়।

শেষ টানা দুই ম্যাচে সিলেটের হয়ে ম্যাচসেরা হওয়া জাকির হাসান এদিনও ব্যাট চালানো শুরু করেছিলেন ধুমসে। তবে আজ জাকিরের ইনিংস বড় করতে দেননি আলিস আল ইসলাম। ১৯ বলে ২৫ রানে আউট হন তিনি।

পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন জর্জ মানসি এবং জাকের আলি অনিক। খালেদ আহমেদের বলে টানা দুটো বাউন্ডারি হাঁকিয়ে তার পরের বলেই আউট হয়ে যান জর্জ। বাউন্ডারি হজম করার পর আউট করে ক্ষোভ ঝাড়তে দেখা যায় খালেদ আহমেদকে। তবে আম্পায়ার তাকে সতর্ক করেন।

জাকের আলি ২৩ বলে ৪৭ রানে করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। সিলেটের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৭৩ রানে।

চিটাগাং কিংসের হয়ে মাত্র ২৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন গ্রাহাম ক্লার্ক।

 

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.