× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে জয়ের বন্দরে পৌঁছালো ঢাকার লঞ্চ!

স্পোর্টস ডেস্ক।

১২ জানুয়ারি ২০২৫, ২৩:১৭ পিএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৫০ এএম

ছবিঃ সংগৃহীত

আজ (১২ জানুয়ারি) লিটন দাসকে ছাড়াই বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর এমন দিনেই দুর্দান্ত এক ইনিংস খেললেন লিটন। যেন ব্যাট করেই দলে জায়গা না পাওয়ার জবাব দিলেন লিটন দাস। খুব দ্রুতই সেঞ্চুরি হাঁকান তিনি।

টানা ছয় ম্যাচ হারার পর আজ দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়ে জয় পেল ঢাকা ক্যাপিটালস। ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ১০৫ রান সংগ্রহ করে অল আউট হয় রাজশাহী। 


আজ (১২ জানুয়ারি) বিপিএলের ১৮ তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্তেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। শুরুতেই ব্যাট করতে মাঠে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ-লিটনের ওপেনিং জুটি। 


ইনিংসের ১৬ তম ওভারে ৪৪ বলে ব্যাক্তিগত শতরান গড়েন লিটন। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রান সংগ্রহ করেন। ইনিংসে তিনি ১০ টি চার ও ৯ টি ছক্কা নেন। এছাড়াও, এই ম্যাচের মাধ্যমেই তিনি টি-টোয়েন্টির পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। 


একই সঙ্গে সেঞ্চুরি করেন বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। তানজিদ-লিটনের জুটিতে রান হয় ২৪১। যা বিপিএলে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়ে।


রেকর্ড রান তাড়া করতে মাঠে নেমে দিশেহারা হয়ে যায় রাজশাহীর ব্যাটাররা। ৬ ওভার তিন বলে মাত্র ৩৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। এরপর ১৩ বলে ১৭ রান করে মাঠ থেকে বিদায় নেন ইয়াসির আলি। তাঁর ব্যাটও ইনিংস লম্বা করতে পারেনি দুর্বার রাজশাহী। 


রাজশাহীর হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন করেন রায়ান বার্ল। ঢাকার হয়ে দুই উইকেট করে নেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও ফারমানুল্লাহ।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.