× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট স্ট্রাইকার্সের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক।

১২ জানুয়ারি ২০২৫, ১৭:১২ পিএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা পর্বে জয়ের দেখা না পাওয়া সিলেট ঘরের মাঠে এসে হারের বৃত্ত থেকে বেরিয়েছিল। আজ (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে রানে হারিয়ে এবারের বিপিএলে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে দুই উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। এরপর রনি তালুকদার ও ও জাকির হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় সিলেট।

তৃতীয় উইকেট জুটিতে ১০৬ রান আসে রনি তালুকদার ও জাকির হাসানের ব্যাট থেকে।

বিপিএল ২০২৫ এর শুরু থেকেই ব্যাট হাতে বেশ ভালই ছন্দে আছেন রনি তালুকদার। আজও তুলে নিয়েছেন ফিফটি।

৪৪ বল খেলে ৫৬ রান করে আবু হায়দার রনির বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে রনি তালুকদার বিদায় নিলে এই জুটি ভাঙে।

এরপর অ্যারন জোনসের ক্রিজে এসে ৬ বলে ৩৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৩ ছক্কা হাঁকিয়ে ২০ রান তুললে সিলেট স্ট্রাইকার্স বড় সংগ্রহ তোলার আভাস দেয়।

কিন্তু জিয়াউর রহমানের বলে অ্যারন জোনস বিদায় নিলে ক্রিজে এসে এদিন গোল্ডেন ডাক মারেন জাকের আলি অনিক।

শেষদিকে ১ চার ও ১ ছক্কায় ১৩ বলে ২১ রান তুলে অপরাজিত থেকে দলকে সুবিধাজনক স্কোর এনে দেন ক্যাপ্টেন আরিফুল হক।

চারে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৪৬ বল খেলে ৭৫ রানে অপরাজিত থাকেন জাকির হাসান। তার ইনিংসে ৩টি চারের সঙ্গে ছিল ৬ টি বিশাল ছক্কা।

খুলনা টাইগার্সের হয়ে বল হাতে সর্বোচ্চ দু'টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি এবং জিয়াউর রহমান।

১৮৩ রানের লক্ষ্যে নেমে দলীয় ২৪ রানের মাথায় বিদায় নেন মোহাম্মদ নাঈম শেখ ও ইমরুল কায়েস। আগের দিন ছয়ে ব্যাট করতে নামা ইমরুল এদিন তিনে ব্যাট করতে এসেও সুবিধা করতে পারেননি।

খুলনার হয়ে বলার মত তেমন কেউই কিছু করতে পারছিল না। কিন্তু ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন উইলিয়াম বসিস্টো। চতুর্থ উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৩৬ রানের জুটিও গড়েছিলেন।

বসিস্টো উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু স্লগিং শুরু করার আগেই তাকে প্যাভিলিয়নের পথ দেখান টপলি।

এরপর পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান তুলে খুলনাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন।

তাকে দুঃস্বপ্ন উপহার দেন তানজিম হাসান সাকিব।

এদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ও ক্রিজে এসে বেধড়ক পেটাতে থাকেন। ১৯ তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটাও নিজের কাছে রাখেন এই ব্যাটার। এতে শেষ ওভারে জয়ের জন্য খুলনার দরকার ছিল ১৯ রান।

শেষ ওভার করতে আসেন ‍রুয়েল মিয়া। প্রথম বলে অঙ্কন সিঙ্গেল নিয়ে আবু হায়দার রনিকে স্ট্রাইক দিলে পর পর দুটি চার হাঁকান এই ব্যাটার। এতে খুলনার জন্য শেষ তিন বলে দরকার ছিল ১০ রান। ম্যাচটা সিলেটের কাছ থেকে যখন প্রায় ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই রুয়েল মিয়ার বলে আউট হন আবু হায়দার রনি। পরের বলে দ্রুত প্রান্ত বদল করে স্ট্রাইকে আসতে গিয়ে অঙ্কন রান আউট হয়ে ফিরলে শেষ বলে দরকার ছিল ১০ রান। কোনো অঘটন ঘটতে দেননি রুয়েল মিয়া।

৯ উইকেটে ১৭৪ রানে থামে খুলনার ইনিংস।

সিলেটের হয়ে দু'টি করে উইকেট তুলে নেন টপলি, তানজিম সাকিব এবং রুয়েল মিয়া।

অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন জাকির হাসান


বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.