× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালস থেকে জয় ছিনিয়ে নিল সিলেট স্ট্রাইকার্স

স্পোর্টস ডেস্ক।

১০ জানুয়ারি ২০২৫, ২২:৪৩ পিএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আর কত? 'ঢাকা ক্যাপিটালসের টানা হার' পুরনো খবর। নতুন খবর হল লিটন দাস অবশেষে রানে ফিরেছে। তবে ঢাকা ক্যাপিটালসের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ১ ওভার ২ বল হাতে রেখেই পৌঁছে ঘরের মাঠে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সিলেট স্টাইকার্স। 

হারের বৃত্তে ঘুরতে থাকা দুই দলের এক দল অবেশেষে বের হতে পারল। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজিত ঢাকা ক্যাপিটালস কে তাদের হেক্সা উপহার দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্টাইকার্স। 

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন  থিসারা পেরেরার।

 প্রথম ওভারেই দলীয় ৭ রানে রাকিম কর্ণওয়ালের বলে আউট হন তানজিদ হাসান তামিম। 

দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান তোলে ঢাকা ক্যাপিটালস।

হেটারদের অবাক করে দিয়ে ২৯ বলে ফিফটি তুলে নেন লিটন দাস। দীর্ঘদিন ক্রিজে আসা যাওয়ার মিছিলে থাকা এই ব্যাটার আজ ক্রিজে থেকেছেন ৬৯ মিনিট। ৪৩ বলে ৭৩ রানের ইনিংসে ১ টি ছক্কার সাথে দৃষ্টিনন্দন ১০টি চার হাঁকিয়েছেন।

মুনিম শাহরিয়ারও ফিফটি তুলে নিয়েছেন। ৪৭ বলে ৫২ রানে আউট হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন সাব্বির রহমান।

আগের দিন ৯ ছক্কা হাঁকানো এই ব্যাটার এদিন ৯ বলে ৩ ছক্কায় ২৩ রান করে যখন ক্রিজে তখন ঢাকা ক্যপিটালসের ২৫০ ছুঁইছুঁই স্কোর দেখছিল অনেকেই। কিন্তু পরের বলেই ইংলিশ পেসার রিস  টপলি’র বলে আউট হয়ে যান সাব্বির।

এরপর থিসারা পেরেরা ১৮ রান যোগ করলেও বাকিরা ব্যর্থ হলে ১৯৩ রানে থামে ঢাকা ক্যাপিটালস। 

সিলেটের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্ণওয়াল।

শিশিরে ভেজা মাঠে বোলারদের বাড়তি ভোগান্তি থাকা সত্ত্বেও সিলেটের ব্যাটাররা এদিকে ‘উইকেট বিলিয়ে দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন ধারাভাষ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

কিন্তু ধুন্ধুমার চার ছয়ে ২১৫ স্ট্রাইক রেটে ২৭ বলে ৫৮ রান করেন জাকির হাসান। তার ব্যাটিং তান্ডবে ৫ উইকেট হারিয়ে ফেললেও মাত্র ৯.৩ ওভারেই ১০৯ রান তোলে সিলেট স্টাইকার্স।

এরপর ছয়ে ব্যাট করতে নামা ওপেনার রনি তালুকদার আর জাকের আলি অনিক মিলে ৬ষ্ঠ উইকেট জুটিতে তোলেন ৪৯ রান। ম্যাচের পেন্ডুলাম হেলে যায় সিলেট স্ট্রাইকার্সের দিকে।

এরপর রনি তালুকদার ৩০ রান করে রঞ্জনের বলে বোল্ড হয়ে ফিরে গেলে খেলায় খানিকটা প্রাণ ফিরে আসে। এর মার ২ রান পরই জাকের আলি অনিক ২৪ রান করে আউট হলে সিলেট স্ট্রাইকার্সের ৭ম উইকেটের পতন ঘটে। ঢাকা ক্যাপিটালস এর প্রথম জয় টা যখন দেখে ফেলেছিল তখনো লক্ষ্য থেকে ৩৬ রান দূরে সিলেট। কিন্তু কনসিস্টেন্টলি হাই রান রেটে ব্যাট করা সিলেটের হাতে তখনো ২৯ বল আছে। আবার ক্রিজে এক প্রান্তে বোলার তানজিম হাসান সাকিব। হতে পারে অনেক কিছুই। 

তবে হল না ঢাকার প্রথম জয়। ১৫ বল খেলে ২৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন সিলেটের ক্যাপ্টেন আরিফুল হক।

ম্যাচসেরা হয়েছেন সিলেটের জাকির হাসান। 


বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.