রায়ান বার্লের অলরাউন্ড নৈপুণ্যে সিলেটে দুর্বার রাজশাহীর প্রথম জয়
স্পোর্টস ডেস্ক।
১০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫ পিএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৫, ১৯:০৫ পিএম
ছবিঃ সংগৃহীত।
আজ (১০ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ এর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়ে সিলেটপর্বে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন খুলনার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ।
ওপেনিং জুটিতে ৪৪ রান তোলেন রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলম। মোহাম্মদ হারিসকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ।
৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দুর্বার রাজশাহী। পঞ্চম উইকেট জুটিতে ৮৮ রান তুলে দলকে উদ্ধার করেন ইয়াসির রাব্বি এবং রায়ান বার্ল।
ইয়াসির রাব্বি ৩ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৪১ রানে আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
শেষদিকে মাত্র ৯ বলে ২১ রান তুলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন আকবর আলি।
১ ছক্কার সাথে ৭টি বাউন্ডারি হাঁকিয়ে ২৯ বলে ৪৮ করে অপরাজিত থাকেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।
খুলনার হয়ে ৬.৬৬ ইকোনমি রেটে ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন নাসুম আহমেদ।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স।
শেখ মোহাম্মদ নাঈম আবারও ২৮ বলে ২৪ রানের মন্থর গতির ইনিংস খেলে দলের বিপদ আরও বাড়ান। খুলনা টাইগার্সের বিপদে নাঈমকে আউট করে উদ্ধারকারী হিসেবে আবির্ভাব ঘটে দুর্বার রাজশাহীর সোহাগ গাজী'র।
এদিন আফিফ হোসেন ব্যাটে রান পেলেও স্ট্রাইকরেট ছিল মাত্র ১১০। ৩০ বলে ৩৩ করে তিনিও সোহাগ গাজীর শিকার হন।
মাহিদুল ইসলাম অঙ্কন ক্রিজে এসে দুই ছক্কা হাঁকিয়ে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। তবে ১১ বলে ১৮ রান করে রায়ান বার্লের বলে আউট হন এই স্লগার।
দীর্ঘদিন পর আজ মাঠে নেমে ছয়ে ব্যাট করতে নেমেছিলেন ইমরুল কায়েস। ৫ বল খেলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান তুলে জয়ের আশা জাগাচ্ছিলেন তিনি। তবে ৬ষ্ঠ বলে মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।
তবে অঙ্কন ও ইমরুলের দুই ক্যামিও তে তখনো ম্যাচটা খুলনার নাগালেই ছিল। কিন্তু টেল এন্ডারের সবাই ব্যর্থ হলে ১৫০ রানে অলআউট হয় খুলনা টাইগার্স। শুধু খুলনার হয়ে নাসুম আহমেদ ১৮ রান করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
রায়ান বার্লের দুর্বার অলরাউন্ড নৈপুণ্যে টানা দুই হারের পর জয়ের মুখ দেখল দুর্বার রাজশাহী।
ব্যাট হাতে ২৯ বলে ৪৮ করার পর বল হাতে ২ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন রায়ান।