× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে টানা ষষ্ঠ জয় এনে দিল সোহান

স্পোর্টস ডেস্ক।

০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩১ পিএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২৫, ২১:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দর্শকরা মাঠে বসে কিংবা টেলিভিশনের সামনে বসে যখন ধরেই নিয়েছিলেন আজ বরিশালের লঞ্চের ধাক্কায় রংপুর রাইডার্সের জয়ের ট্রেন থামবে তখনই সবাইকে হতবাক করে নিয়ে শেষ ওভারে ৩ চার ও ৩ ছক্কায় অবিশ্বাস্য এক জয় উপহার দিল রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।

বিপিএল ২০২৫ আসরের সিলেট পর্বে চলছে রান বন্যা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচেও আজকে উঠেছে চারশ থেকে মাত্র ১ কম, ৩৯৯ রান।

হাই-ভোল্টেজ এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১০ ওভারে ৮১ রান তোলেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। আজ দীর্ঘদিন পর শান্ত ব্যাট হাতে ছন্দ ফিরে পেয়েছেন। ৩০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রানে কামরুল ইসলাম রাব্বির বলে আউট হয়ে ফিরলে বরিশালের ওপেনিং জুটি ভাঙে। 

একাদশ তম ওভারের প্রথম বলে শান্তকে ফিরিয়ে শেষ বলে তামিম ইকবালকেও আউট করেন কামরুল ইসলাম রাব্বি। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করেছিলেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে ৫৯ রান তোলেন আগের দিন ম্যাচ জেতানো জুটি গড়া তৌহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। হৃদয় ২৩ রান করে বিদায় নিলেও ১ চার ও ৭টি বিশাল ছক্কা হাঁকিয়ে ৬১ রান করে অপরাজিত থাকেন কাইল মায়ার্স।

শেষ ১২ বলে ৪৫ রান তোলে ফরচুন বরিশাল। এরমধ্যে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ৬ বলে ২০ রানের একটি ক্যামিও উপহার দেন। এতে ১৯৭ রানের সংগ্রহ পায় ফরচুন বরিশাল।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ দু'টি উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

এর আগের ম্যাচগুলোতে যেমন শুরু থেকেই দাপট দেখিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স আজকে দর্শকরা তেমন কিছু দেখতে পায়নি।

মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। ক্রিজ থেকে অনেকটা সামনে এগিয়ে এসে অযথা এক স্ট্যাম্পিং এর শিকার হন আগের দুই ম্যাচের হিরো অ্যালেক্স হেলস। দলীয় ৪১ রানে ব্যক্তিগত ২২ রানে  বিদায় নেন সাইফ হাসান। 

ওপেনিংয়ে নেমে তৌফিক খান ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রান তুলেছিলেন। তবে রংপুরের রানরেট ছিল আস্কিং রানরেট থেকে বেশ পিছিয়ে। রিশাদ হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে গেলে রংপুরের জয়রথের ইতি দেখছিল সবাই।

তবে চতুর্থ উইকেট জুটিতে ইফিতিখার আহমেদ ও খুশদিল শাহ যেভাবে খেলছিলেন তাতে ফরচুন বরিশাল ভক্ত শুরু করে ক্রিকেট প্রেমীরা সবাই বোর হচ্ছিল। 

ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলেছেন এই দুই পাকিস্তানি ব্যাটার, তখনই দৃশ্যপটে বরিশালের শাহীন শাহ আফ্রিদির আবির্ভাব। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে সজোরে ব্যাট চালান ইফতিখার। প্রাথমিক সিদ্ধান্তে আউট না হলেও স্নিকোমিটারে দেখা যায় বলটি ব্যাটের কানা ঘেঁষে বেরিয়ে যাওয়ার সময় একটি আওয়াজ করে। টিভি আম্পায়ার আউটের ঘোষণা দিলে অসঞ্চোষ প্রকাশ করতে দেখা যায় ইফতিখারকে। তার দাবি ব্যাটটি সজোরে মাটিতে লাগায় এই আওয়াজ। তামিম পরে বুঝিয়ে শুনিয়ে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। 

৩৬ বল খেলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান তোলেন ইফতিখার। 

তবে তখনো ক্রিজে খুশদিল শাহ থাকায় রংপুর রাইডার্স শিবিরে দুশ্চিন্তা দানা বাঁধতে শুরু করেনি। 

১৯ তম ওভারে আচমকা বরিশালের লঞ্চের পালে হাওয়া লাগে। যখন রংপুরের জিততে মাত্র ২৮ রান দরকার ছিল তখনই একে একে বিদায় নেন খুশদিল শাহ, অদ্ভুতভাবে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়ে গোল্ডেন ডাক মারেন শেখ মেহেদি হাসান, এবং মোহাম্মদ সাইফুদ্দিন। 

শেষ ওভারে দরকার ২৭ রান রান। ক্রিজে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। বোলিং এ তখন কাইল মায়ার্স। এর আগে এক ওভার বোলিং করে মাত্র ৩ রান দিয়েছিলেন তিনি। রংপুরের হার প্রায় সুনিশ্চিত।

এরপর সিলেটবাসী দেখল এক ইতিহাস। প্রথম চার বলে সোহান চারবার সীমানা ছাড়া করলেন বল। ৬, ৪, ৪, ৬। শেষ দুই বলে প্রয়োজন ৬ রান। পঞ্চম বলেও হাঁকালেন চার। 

টি-টোয়েন্টি ম্যাচ, শেষ বলে ২ রান প্রয়োজন। যা কিছু ঘটে যেতে পারে। সুপার ওভার, মাত্র ১ রানের হার আরও কতকিছু! 

তবে শেষ বলকেও রেহাই দিলেন না সোহান। ছক্কা মেরে টানা ৬ষ্ঠ জয় এনে দিলেন রংপুর রাইডার্সকে। 

মাত্র ৭ বলে অপরাজিত ৩২ করে ম্যাচসেরার পুরস্কারটাও তিনিই লুফে নেন। 

হাই ভোল্টেজ এই ম্যাচের শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল। খানিকটা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। 

আরেকটি মজার ঘটনা ঘটেছে আজকের ম্যাচে। এদিন দুই দলের তিন ব্যাটারের ইনিংসে ছিল তিন ছক্কা এবং তিন চার।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.