× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম

স্পোর্টস ডেস্ক।

০৮ জানুয়ারি ২০২৫, ১৯:২০ পিএম । আপডেটঃ ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:২১ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল জাতীয় দলের বাইরে আছেন অনেক আগে থেকেই। এরপর দলে ফেরার গুঞ্জন উঠলেও আর দলে ফেরা হয়নি তাঁর।

এর মধ্যেই ফেব্রুয়ারি চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও তাঁর ফেরার গুঞ্জন। সেরা এই ওপেনার পরিবারের সাথে আলোচনা করে জানাবেন জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত।


বর্তমানে বিপিএলে খেলার জন্য সিলেটেই আছেন তামিম। আজ (৮ জানুয়ারি) এ ব্যাপারে তাঁর সাথে আলোচনা করার করার জন্য বৈঠকে বসেন বিসিবি। আলোচনার পর বিসিবির প্রধান নির্বাচক জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সে জন্য দুই-একদিন সময় চেয়েছেন। 


আলোচনা শেষে গ্র্যান্ড সিলেটের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে গাজী আশরাফ হোসেন বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’


সাংবাদিকের এক প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেব আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’


বিশেষ এক সূত্র জানা যায়, অধিনায়ক নাজমুল হোসেনসহ দলের আরও দুই-এক জন ক্রিকেটারও তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে অনুরোধ করেছেন।


উল্লেখ্য, ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য আইসিসিতে ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা পাঠাতে হবে। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.