× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে তামিমকে নিয়ে বৈঠকে বসলেন বিসিবি!

স্পোর্টস ডেস্ক।

০৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রকেট বোর্ড (বিসিবি) আবারও তামিম ইকবালকে নিয়ে বসেছেন বৈঠকে। আজ (৮ জানুয়ারি) বৈঠকে তামিমের সাথে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপুসহ হান্নান সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মূলত, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে নিয়ে জরুরি এই সভার আয়োজন। 


সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে আলাপকালে তামিমকে বলতে শুনা যায়, তিনি জাতীয় দলের বাইরে আছেন। তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে যাবেন, তবে কোন ভূমিকায় যাবেন সেটা এখনো নিশ্চিত নয়।


এটি শুনে ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে প্রশ্ন উঠেতেই পারে যে, তাহলে কি জাতীয় দলে আর ফেরা হচ্ছে না তামিমের?


তবে ১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিসিবিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হবে। আবার এদিকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নির্বাচক কমিটি সাকিব আল হাসানকে দলে রাখার পক্ষে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিসিবির উপর।


২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম, যদিও পরে তিনি ফিরেছিলেন। এখন আবার তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এবং আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.