বাংলাদেশ ক্রকেট বোর্ড (বিসিবি) আবারও তামিম ইকবালকে নিয়ে বসেছেন বৈঠকে। আজ (৮ জানুয়ারি) বৈঠকে তামিমের সাথে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপুসহ হান্নান সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মূলত, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে নিয়ে জরুরি এই সভার আয়োজন।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে আলাপকালে তামিমকে বলতে শুনা যায়, তিনি জাতীয় দলের বাইরে আছেন। তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে যাবেন, তবে কোন ভূমিকায় যাবেন সেটা এখনো নিশ্চিত নয়।
এটি শুনে ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে প্রশ্ন উঠেতেই পারে যে, তাহলে কি জাতীয় দলে আর ফেরা হচ্ছে না তামিমের?
তবে ১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিসিবিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হবে। আবার এদিকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নির্বাচক কমিটি সাকিব আল হাসানকে দলে রাখার পক্ষে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিসিবির উপর।
২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম, যদিও পরে তিনি ফিরেছিলেন। এখন আবার তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এবং আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।