× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএলে সিলেটপর্বের টিকিট বিক্রি শুরু; যেখানে পাওয়া যাবে

স্পোর্টস ডেস্ক।

০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ঢাকাপর্বের শুরু থেকেই টিকিট সংক্রান্ত জটিলতায় অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর এমনকি অগ্নিসংযোগ পর্যন্ত হয়েছে। বিপিএলের সিলেটপর্ব আগামীকাল (৬ জানুয়ারি) থেকে শুরু হবে। এ জন্য গতকাল (৪ জানুয়ারি) বিকেল থেকেই অনলাইনে  টিকিট বিক্রি শুরু হলেও অফলাইনে পাওয়া যাবে আজ (৫ জানুয়ারি) থেকে।

বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। যেখানে টিকিটমূল্য প্রাপ্তির স্থানও উল্লেখ করা হয়েছে। ঢাকার মতো সিলেটের ম্যাচগুলোরও অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে প্রথমে।অনলাইনে টিকিট মিলবে এই ঠিকানায়। যেখানে গতকাল বিকেল থেকেই বিপিএলের টিকিট মিলছে। তবে সরাসরি টিকিট বিক্রি হবে আজ (রোববার) থেকে।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাবে। সিলেট শিশু একাডেমি মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ হাজার টাকা।

প্রসঙ্গত, ৬১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেটপর্ব। সবমিলিয়ে ‘দুটি কুড়ি একটি পাতার দেশে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেট পর্বে টিকিটমূল্য

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড১৫০ টাকা

পশ্চিম গ্যালারি১৫০ টাকা

গ্রিন হিল অ্যারিয়া১৫০ টাকা

পূর্ব গ্যালারি২৫০ টাকা

ক্লাব হাউজ৫০০ টাকা

জিরো ওয়েস্ট জোন৬০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড২০০০ টাকা

টিকিট বুথ প্রাপ্তির সময়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম জানুয়ারি, বেলা ৩টা

সিলেট শিশু একাডেমি জানুয়ারি, সকাল ১০টা

মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা জানুয়ারি, সকাল ১০টা

অনলাইনে টিকিট মিলবে এই ঠিকানায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.