× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরনো রেকর্ড ভেঙ্গে অস্ট্রেলিয়ায় বুমরাহর নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ২১:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

রেকর্ড ও জসপ্রীত বুমরাহ দুটি যেন সমার্থক শব্দ। সিডনিতেও ঘটেনি ব্যাতিক্রম কিছু। গতকাল (৩ জানুয়ারি) শেষ বলে উসমান খাওয়াজাকে ফিরিয়ে রেকর্ডে নাম বসালেন তিনি। দ্বিতীয় দিনে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে ফের রেকর্ড গড়লেন তিনি। ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়ে গড়লেন নতুন ইতিহাস।


অস্ট্রেলিয়ার মাটিতে কোনো নির্দিষ্ট টেস্ট সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার এখন জসপ্রীত বুমরাহ।


সিডনিতে প্রথম দিনে শেষ বলে বুমরাহ ফিরিয়ে দিয়েছিলেন উসমান খোয়াজাকে। আর আজ (৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনে তিনি আকরমণ করেন লাবুশেনকে। যার ফলে তিনি চলমান বর্ডার গাভাসকর ট্রফিতে ৩২ টি উইকেট পেয়েছেন।


এর আগে ১৯৭৭-৭৮ মৌসুমে বিষেণ সিং বেদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ৩১ উইকেট নিয়েছিলেন। এতদিন রেকর্ডটি ছিল তাঁর দখলে।


উল্লেখ্য, এই সিরিজে বুমরাহ ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ডও। অ্যাডিলেডে ৫ উইকেট নিয়ে সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৮ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন বুমরাহ। কপিল দেবের ছিল ৭টি ৫ উইকেটের ইনিংস। এশিয়ার বাইরে ১০বার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ। সেখানেও ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.