× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ানডেতে আউট না হয়ে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ১৭:০২ পিএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

বিজয় হাজরে ট্রফিতে ভিন্নরকমের এক রেকর্ড করেছেন বিদর্ভের অধিনায়ক করুন নায়ার। তিনি যেন আউট হওয়ার কথা ভুলেই গিয়েছেন। টানা ৪ ম্যাচ পর গতকাল বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আউট হয়েছেন এই ডানহাতি ক্রিকেটার। এই সময়ে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে তিনি ৫৪২ রান সংগ্রহ করেছেন। 

৫০ ওভারের স্বীকৃত ওয়ানডে ফরম্যাটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন ভারতীয় ক্রিকেটার নায়ারের। এত দিন আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে তিনি আউট না হয়ে ৫২৭ রান করেছিলেন।


গত বছরের ২৩ ডিসেম্বর এই রেকর্ডের যাত্রা শুরু করেন নায়ার। জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন নায়ার। সেই ম্যাচে তিনি ১১২ রানের অপরাজিত ছিলেন। পরের ম্যাচে ছত্তিশগড়ের বিপক্ষে মাত্র ৮১ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন।


এরপরের ম্যাচেই আবার আক্রমণাত্নক হয়ে উঠেন তিনি। চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন নায়ার। এই ম্যাচে তিনি ১৬৩ রানে অপরাজিত ছিলেন। তার এমন ব্যাটিংয়ে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ।


এরপর তামিল নাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, এই ম্যাচেও তার দল জিতেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.