× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮ পিএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

চলমান বিপিএল আসরেও খেলার সুযোগ হলো না বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে সামনে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বাঁহাতি ক্রকেটার কী খেলবে? সাকিবভক্তদের মনে এমন প্রশ্ন উঁকি দিচ্ছে।

এই প্রশ্নের সঠিক উত্তর জানতে না পারলেও জানা যায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে পাওয়ার জন্য আরও এক দফা চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেহেতু এই খেলা অনুষ্ঠিত হবে দেশের বাইরে, তাই বিসিবির সভাপতি ফারুক আহমেদ আবারও বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেখছেন।


গতকাল (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাকিব ইস্যু নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাহিরে হওয়ায় সাকিবকে ফেরানোর বিষয়ে নতুন করে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন তিনি। 


এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। বিসিবিমনে করছেন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই হাইব্রিড মডেলের আসরে সাকিবের নিরাপত্তাজনিত কোনো ঝামেলা নেই। 


ফারুক আহমেদ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরে। এটা বিপিএলের মাঝে নির্বাচকদের সঙ্গে বসেই একটা সিদ্ধান্ত নিতে হবে। 


তিনি বলেন, সাকিব এখনও অবসর নেয়নি। তাকে যেন খেলানো যায়, সেজন্য আমরা শেষ সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবো (খেলতে পারবে কিনা)। তবে সিলেকশন কমিটিও তার ফিটনেস পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে।


দেশের বাইরে খেলা হলেও সরকারি নির্দেশনা না পেলে সাকিবকে বিবেচনায় আনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন ফারুক। তিনি বলেন, এটা শুধু সরকারি পর্যায়ের নির্দেশনার বিষয়। যদি তার সমস্যাগুলো সমাধান করা যায়, তবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।


সাকিবের এই জটিলতার সূত্রপাত দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সংসদ সদস্য সাকিবকে হত্যা মামলায় আসামি করা হয়। ভারত সফরের আগে কানপুর টেস্টে সাকিব নিজেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে শেষ ম্যাচটি খেলতে চান। তবে সে ইচ্ছা আর পূরণ হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.